আজ মরলে কাল দুদিন
সাধারণ কথা ভাই,
কি যাবে তোমার সঙ্গে
একটু চিন্তা করো নিরালায়।
ভাবো তুমি মারা গেছ
আছে শুধু তোমার লাশ,
প্রতিবেশী বা আপনজন
কি করছে দেখ আশপাশ।
কেউ বা কবর বানাবে
কেউ বা করবে বাঁশ ছাটাই,
কেউ বা করাবে গোসল তোমায়
কেউ বা দিবে সাত্বনাই।
হাজারখানি পড়বে খরচ
তোমার দাফন কাফনে,
জীবনে অনেক কামানো
যাবে না তোমার সনে।
রেখে আসবে তোমাকে
অন্ধকার মাটি ঘরে,
থাকবে তুমি একা সেই ঘরে
খুতখুতে ভয়ে যাবে ভরে।
মৃত্যু ঘটবে তোমার দেহে
তোমার আত্মা থাকবে জীবিত,
এই সব দেখে মন তোমার
ভয়ে হবে আতংকিত।
চেয়ে দেখে বাঁশের আগে
পচে গেছে তোমার লাশ,
এসবই সব দেখতে পারবে
করবে তখন বিশ্বাস।
বাঁশের নাই অহংকার
তাই পচে তোমার পরে,
কেন কর তুমি অহংকার
এই দুদিনের মায়ার ঘরে।
অন্ধকার ঘরে আলো ফুটাবে
তোমার কাজের আমল।
সময় থাকতে হও সাবধান
নাহলে পড়বে জান্নামের অতল।
(০১/০৩/২০২২)