পই পই করে রাখছি হিসাব
কে আপন কে বা পর,
সময়ের স্মৃতি দিবে ধরিয়ে
কে নিস্বার্থ আর কে স্বার্থপর।
হাজার উপকার থাকে না মনে
থাকে সরিয়ে যাওয়া,
কষ্ট গুলো থাকে স্মৃতিতে
মনেতে লেগে থাকে তার ছায়া।
অনেক বছর ছিল এক সাথে চলা
সেই ফ্রেন্ডরা রয়েছে আজ বহু দুর
নয় তারা কোনো দেশের প্রবাসী
তারা সমাজের প্রতিষ্ঠিত মানুষখোর।
কেউ আবার করে না লোক লজ্জা ভয়
পরোক্ষা করে না সমাজের নীতি
দেখা হলে বাড়ায় বুকে বুক
আপ্যায়ন নে স্বজনপ্রীতি।
আমার পরিচিত এক জন
আজ সে সমাজের প্রতিষ্ঠিত,
আত্মীয়কে আজ ছিন্ন করেছে
কি বলব তার কথা জানাই শত ধিত।
আমি এক জনকে ভাল করে চিনি
দরকার পড়লে আমায় খুজে
মনে নাই হিংসা তাই যাই ছুটে
স্বার্থ ফুরালে আমি হয়ে যায় বাজে।
আছে আমার জানা আরো এক জন সাথী
কি বলব তার কথা যোগাযোগ হয় যে কম,
আজ পর্যন্ত হয় নি ঝগড়া তার সাথে
বিপদে সাড়া দেয় কাজ করে সেই রকম।
চলা পথে এস নামক বন্ধু গুলো
জীবন প্রসারিত এক ছায়া,
উল্টো হলো মেয়ে গুলো কি বলব ভাই
তারা আমায় করেছে প্রতারিত কথার মায়া।
এই জাস্ট মনে ভাবনা যাই সবই ভুলে
মনকে দেই রিস্টোর জীবন ভাবনায়,
মনে রাখলে হিংসা আমল যাবে ভেঙ্গে
ক্ষমা করলে মহৎ গুণ চলব এই ধারায়।