একটি মেয়ের আত্মকথন
আলমগীর হোসাইন
--------------------
গল্প নয় বাস্তব কাহিনি একটি মেয়ের আত্মকথন,
নাম তার থাকো অজানা শুনব তার আত্মকথন।
বাবা আমার নিষ্ঠুর পাষাণ সৎ মা আনলেন ঘরে,
পড়াশোনা আমার ছাই হল কর্মে জন্য পাঠিয়ে দিল শহরে।
ইনকামের সব অর্থ দিয়া দিতে হয় বাবার হাতে তুলে,
ভবিষ্যতের সঞ্চয় হয় না আমার কষ্ট আঘাত লাগে দিলে।
হঠাৎ একদিন আসলে তুমি দেখা হল কাজের ফাঁকে,
মনে মধ্যে আসলো এক অনুভূতি তোমাকে দেখে।
একটু একটু কথাবার্তা দিয়ে ঘটে সম্পর্কের পরিচয়,
ভাল লাগা থেকে ভালবাসা দিকে পরিণত হয়।
একদিন তুমি চায়লে আমায় একান্ত আপন করে পেতে,
বিশ্বাস করে দিয়েছিলাম তুলে আমার যা ছিল স্বত্তে।
একাধিক বার মিলনে গেলাম তোমার খুশি জন্য,
বিয়ে আগে কুমারীত্ব হারালাম ভাবিনি পাপ পূণ্য।
স্বার্থ হাসিল করে আজ চলে গেলে নিজ শহরে,
তোমার শেষ ভালবাসার উপহার দিলে নষ্ট করে।
আজ আমি একা সমাজের ঘৃণিত এক নষ্টা মেয়ে,
বলছিলে করবে জীবনসঙ্গীনি আমাকে নিয়ে।
কথাবার্তা গুলা এখন কমে গেছে আগের চেয়ে,
মেসেজ গুলা করো না সীন আছ মনে হয় ঘুমিয়ে।
তোমার অবর্তমানে আসে যদি অন্য জন এই জীবনে,
তার আমানত করলে তুমি নষ্ট মায়া বাধনে।
তার হক তুমি তুমি ভক্ষণ করলে ছলনা দিয়ে।
আমার মতন অনেক মেয়ে খেয়েছ তুমি মায়া লাগিয়ে।
আমি আজ সাক্ষী হলাম মেয়েরা প্রতারণাকারী নয়,
ছেলেরা হয় কুচরিত্রের মেয়েদের সাথে খেলে প্লেবয়।
-০-
০৭/০৭/২০২২ ইং