গাঁয়ে তুমি পর্দাশীল আর শহরে চঞ্চল,
ভাব ধরো এমন যেন তুমি খুব সরল।
তোমাকে আমি প্রথম চিনিছি শহরে এসে,
চাল চলনে অসাধারণ ছুটো আশেপাশে।
আমি ডাকলে আসো না তুমি লোকে বলবে তোমায় মন্দ,
সেই শহরের কোণায় দেখা যায় তোমায় করো কত আনন্দ।
সাইকেল চালাও পার্কের রাস্তায় ফুটেজ তুলো ফোনে,
অন্যকের বাইকে দাঁড়িয়ে থেকে তুলো পিক গোপনে।
ছেলে পটাও কথার চালে ফেক আইডি দিয়ে,
জিগেস করলে টাইম পাস করো তাদেরকে নিয়ে।
কেউ জানে না পরিবার থেকে রাখো সব সেফটি,
আমি ছাড়া আর কে আছে জানে এসব ফুর্তি ।
দেখে না দেখা ভান করি সব তো নতুন কিছু নয়,
এটা তো আবহাওয়া আর বয়সের দোষ এ কালে হয়।
বয়সের হাওয়া বয়ছে মনে লাগবে একটু দোলা,
কে আছে এই জগতে লিপ্ত হয় নি এই খেলা!
(০৫/০৮/২০২২)