তুমি ছুঁয়ে দেখো
আকাশের ওই মেঘখানি
তুমি ছুঁয়ে দেখো
সাগরের ওই নীল পানি

তুমি ছুঁয়ে দেখো
বিশাল পাহাড়ের চূড়া
তুমি ছুঁয়ে দেখো
বৃষ্টির অসীম ধারা

তুমি ছুঁয়ে দেখো
সবুজে ঘেরা বন
তুমি ছুঁয়ে দেখো
তোমার নিজের মন

এতেও যদি ভালো না হয় তোমার মন
তবে তুমি ছুঁয়ে দেখো তোমার আপনজন

তুমি ছুঁয়ে দেখো
তোমার মায়ের চোখের জল
তুমি ছুঁয়ে দেখো
বাবার ঘামের ছুটে চলা দল

তুমি ছুঁয়ে দেখো
তোমার বোনের আদরমাখা হাত
তুমি ছুঁয়ে দেখো
তোমার ভাইয়ের দুষ্টুমির আঘাত

তুমি ছুঁয়ে দেখো
তোমার বন্ধুর দেয়া আশা
তুমি ছুঁয়ে দেখো
প্রেমিকার ভালোবাসা

নিজে থেকে কেন এতো বিদায়ের তাড়া
সবাইকে ছেঁড়ে কেন হবে দূর আকাশের তাঁরা

তুমি ছুঁয়ে দেখো
তোমার নিজের অক্সিজেন
তুমি ছুঁয়ে দেখো
তোমার নিজস্ব ব্রেইন

মস্তিষ্ক থেকে হতাশার আবর্জনা
ফেলে দাও বাড়ির পাশে নর্দমায়
আকাশে উড়তে থাকা সুখখানি
নিয়ে নাও নিজ ডানায়

দাম দাও তোমার
আপনজনের হাসির
দাম দাও তাদের
চোখের পানির

ছুঁয়ে দেখো তুমি
এই পৃথিবীর সাধন
ছুঁয়ে দেখো তুমি
তোমার নিজের জীবন