সাধ বড়ই আজব জিনিস
আমি রাত-বিরাতে শক্ত তোষকের উপর
শয়নরত অবস্থায় চিন্তা করিতেছি
আমার পেরেশানিগুলিকে নিয়ে।
জীবন অতিষ্ঠ হইয়া উঠিয়াছে
সহিতে পারিতেছি না আর এসকল কিছু
এ জীবন রাখিয়া আর লাভ কী?
আমার মরিবার সাধ জাগিছে
মরিবার জন্য নিজেকে প্রস্তুত করিয়াছি
মরিবার তরে স্মরণ হইলো
জীবন তো একখানাই
এই একখানা জীবনে
পেরেশান আসিবে, কষ্ট আসিবে
দুঃখ দিয়া ভরিয়া উঠিবে জীবন
তবুও এই জীবনকে উপভোগ করিতে হইবে
সাজাইতে হবে এ জীব নখানা
আমার আবার বাঁচিয়া থাকার সাধ জন্মাই মনে
সত্যিই, সাধ বড়ই আজব জিনিস।