তাহার বদন দেখিবা মাত্র
রিক্ত হৃদয় পূর্ণে ভরা,
নদীর জলের স্রোতের ন্যায়
আমার হৃদয়, ব্যর্থ ধরা।
মিলিত হবে কী মোদের হৃদয়?
তোমার আমার হইবে কী জয়?
মাতনে মাতিত হইবে মোদের হৃদয়?
কেবা বুঝিয়া লইবে এ মনদ্বয়?
ভালোবাসিবার জন্য রয়েছি প্রস্তুত
লোভ হইতেছে তোমাতে খুব,
বালিকা তুমি হইলে প্রেমের দূত
সিন্ধুর জলে তোমার রহস্যময় ডুব।
~ রহস্যে ঘেরা।