আমার নেই জমি, নেই ঘর
তবুও পুরো আকাশ আমার
মুক্ত আকাশে ঘুরবো আমি
এপার থেকে অপার
ছুঁয়ে দেখবো সাদা মেঘ
বৃষ্টি হয়ে ঝরবো
মেঘের উপর স্বপ্নপূরী
খুব যত্নে গড়বো
ছুঁবো আমি রঙধনু
কখনো বা বজ্রপাত
বাধা যতো আসবে সামনে
করবো সজোরে আঘাত
হানা দিবো কালো মেঘে
আকাশ করবো নীল
সূর্যের আলো ছড়াবো তখন
স্বপ্নের মতো দিগ্বিদিক
কোন বাধাই মানবো না গো
সূর্য কিরণ দিবো
তাহার মতোই আমি একদিন
অধরা সব ছোঁবো