চাঁদের ঝলক নদীর গায়ে জ্বলছে ঢিপঢিপ
নদীর পাড়ে মায়ার পরী হাঁটছে টিপটিপ।
মায়ায় ভরা চোখ
আর মন জুড়ানো হাসি,
পরীটাকে হয়তো ভালোবাসি।
বালক আমি নদীর পাড়ে ক্লেশ দেহ নিয়ে
জরাজীর্ণ মন ভালো করবো পরীটাকে দিয়ে।
কাজল কালো পরীর চুল
দেহে আসক্তির ঘ্রাণ,
জরাজীর্ণ মনে ফিরে এলো প্রাণ।
কালো আমার পরীটার মায়ায় ভরা মুখ
সাদা আমার দরকার নেই, কালোই আমার সুখ।
নদীর ধারে ছোট্ট দেহে
ভালোবাসার ঝুড়ি,
তুমিই আমার, নদীর পাড়ের পরী।