আমি বদ্ধ ঘরে বদ্ধ হয়ে বদ্ধ দেশে বাঁচি
মুক্তি আমার, মুক্তি তোমার, হাতের মুঠোয় রাখি
আমার কলম, আমার লেখা, তবে রক্ত আমার ভাইয়ের
আজ দুচোখ কাঁদে, আঁচল ভিজে, আমার দুঃখী মায়ের
সাঈদ গেলো, রাফি গেলো, গেলো আরও কতো মুগ্ধ
ছোট্ট শিশু, পথশিশু, তাদের রক্তে গোসল করে হয়েছি আজ শুদ্ধ
হয়তো কলম পরে থাকবে, কালি থাকবে ভরা
এই কবিতার জন্য কাল হয়তো, রক্তাক্ত শার্টে আমি থাকবো পরা
তখন, আমার লাশটা নিও মায়ের কাছে, দিও অশ্রুচোখে
জানি এ অশ্রুর মূল্য দিবে না তারা, বরং থাকবে হাসিমুখে
থাকুক তারা, বাঁচুক তারা, মারুক আমার ভাই
মারবে আমায়, মারবে তোমায়, নাচবে তাইরে নাইরে নাই
আজ লিখতে আমার হাত কাঁপছে, গলা জমছে প্রখর
চোখের দোরে জল এসেছে, গড়াচ্ছে প্রহর প্রহর
হাত কাঁপে না ঐ দামালের, হাতে গোলা বারুদ
বুক কাঁপে না, কেমন এরা! বলো আমার মাবুদ
আমার মাবুদ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি সব
এই মাটিতেই গজব দিবে, এই কবির-ই রব
হাসবো সেদিন বেঁচে থাকলে, ভাইয়ের কবর কোণে
মরে গেলে তো হাসবো আমি ঐ নীল আসমানে
হারার আগে হেরো না ভাই, ভাই হারানোর ব্যথা
এই বুকেতে জমে আছে স্বাধীনতার কথা
স্বাধীন হইনি ৭১ এ আমি, বলছে বাংলা ভূমি
বলছে সে মোদের কাছে, "রক্ষা করো তুমি"
তুমি আমি কাঁধ মিলিয়ে লড়বো বাংলা জুড়ে
মুক্তি আনবো ভাই আমরা, পুরো বাংলা ঘুরে