মরে তুমি, বাঁচলে তুমি
গাদ্দার আজ আমি
তোমার মরণ দেখে শুধু
বোবাই রলাম আমি
শুধু তাহার বোমায় মৃত্যু তোমার
হইনি সেটা জানি
আমি মুসলিম চুপ আজও
এটাও কারণ মানি
আমার ভাই বোনের রক্তে ভেজা
চুপচুপে ওই কাফন
মাথাবিহীন মেয়ে আমার
দিয়ে এলাম দাফন
যেই মাটিতে ফুল উড়িবে
সেথায় উড়ে লাশ
এই দুনিয়ায় মুসলিম নামে
গাদ্দারের বসবাস