আমি দুঃখ কিনি, আমার কাছে
বেচতে পারো তুমি
দুঃখ কেনাই শখ আমার
দুঃখ বড়ই দামি
আমি সুখ বেচি, আমার থেকে
কিনতে পারো সুখ
সুখখানি তোমার গায়ে মেখে
রঙিন করো মুখ
সুখ-দুখের কারবার আমার
করিই ইহা ফেরি
সুখ-দুঃখ ফেরি করেই
আমি যেন মরি
দুঃখ কেন তোমার নিকট
রেখে হবে হতাশ?
আমার কাছে বেচতে পারো
দিলাম সেই আশ্বাস
দুঃখ তোমার ঝোলায় ভরে
যাবো সাগর পাড়ে
দুঃখ সেথায় ফেলে দিয়ে
ফিরবো তোমার দ্বারে
দ্বার খুলে দেখবে তুমি
হাতে নতুন ঝোলা
তোমার জন্য সুখ এনেছে
সুখের ফেরিওয়ালা