এক দিকে ধর্ষণ তো অন্যদিকে গুম
দুই দিকের পরিণতিই মনুষ্যত্ব খুন

মারা যায়নি মা তার, মারা যায়নি মেয়ে
মারা গেছে মনুষ্যত্ব সাত আসমান দিয়ে

এদের আর কতকাল জানাবো ধিক্কার
এদের ভিতর জায়গা নেই লাজ-লজ্জার

আমারও তো বোন আছে আমার আছে মা
কে দিবে তাদেরকে নিরাপত্তা?

কতকাল এভাবে হারাবো আমার মা
আপনারা কী বোঝেন সন্তানহারা ব্যথা?

বুঝলে তবে ভালোই হতো, পেতাম একটু শান্তি
শান্তি তো কবেই মরছে, তাই পাচ্ছি শুধু শাস্তি

দেশভরা পুলিশ আর মহামান্য সরকার
আপনাদের এখনও কী এই দেশে দরকার?