আধার রাত কাটিয়ে, ঘরে আলো ফিরলো
বোকা তোমার জীবনটা তো আধারেতেই ডুবলো

আধার ঘরে নীরব সনে, ঘুমিয়ে তুমি থাকলে
বোকা তুমি সফল আজ, স্বপ্নেই শুধু দেখলে

ঘুম ভেঙে দেখলে তুমি আধার চারিদিক
আধার জীবন তোমার, আলোময় হবে কোনদিন?

স্বপ্ন তুমি দেখেই গেলে ছুটলে না তার পিছু
না ছুটেই বলছো তুমি, জীবন তোমার মিছু

বোকা তুমি,বোকা ছেলে বোকাই রয়ে গেলে
বোকামির জন্য তোমায়, সবাই গেল ফেলে।

আমার কথায় উঠলে তুমি,চোখ দুটো তো খুললে
কী করবো?কী করবো? এটাই শুধু বললে

কাজের পেছন ছোটো তুমি, মিথ্যে মায়া রেখে
এভাবেই তো মানুষগুলো জীবনের মানে শেখে

হতাশ হতাশ হতাশ হতাশ, হতাশ একটা চশমা
দিনের বেলায় যেটা তোমায় আলো দেখতে দেয় না

হতাশ হতাশ করে তুমি নিজেকে মেরে দিলে
নিজেকে মেরে তুমি সফলতা আজ পেলে?

বোকা তুমি, বোকা ছেলে, বোকাই রয়ে গেলে
বোকামির জন্য তোমায়, সবাই গেল ফেলে

আধার রাতে ঘুম আর নিজের হাতে খুন
এই দুটো কাজই কী শুধু তোমার গুণ?

নিজের জন্য বাঁচতে শিখো,নিজের জন্য করো
ভুল মানুষ আর মিথ্যে মায়া এবার তুমি ছাড়ো

কাজের পেছন ছোটো তুমি কাজের পেছন ছোটো
নিজ হাতে নিজের রাস্তা এবার তুমি মাপো

অনেক জিরিয়েছ, অনেক ঘুমিয়েছ এবার তুমি উঠো
এবার তুমি সফলতা কে আক্রে-পৃষ্ঠে ধরো

বোকা তুমি বোকা ছেলে বোকাই রয়ে গেলে
নাহ, এবার তুমি অবশেষে সফলতা পেলে।