পদ্মা গাঙের অথৈ জলের উপরে
মৃদু হাওয়া বহিয়া যাইতেছে
সে হাওয়ায় দোল খাইতেছে
পদ্মা গাঙের অজস্র ঢেউ রাশি
ভরদুপুরে মাথার উপর হইতে
ঢেউয়ের উপর রৌদ্র আছড়ে পড়িয়াছে
সে সময় মনে হইলো, ঢেউয়ের হাসি হইতে
স্বর্ণদানা ঝড়িয়া পড়িতেছে
আহা, কী চমৎকার সেই দৃশ্য
এ দৃশ্য দেখিয়া, মন কহিয়া উঠিল
ধন্য, আমি ধন্য; এ বাংলায় জন্মিয়া
ধন্য আমি এই পদ্মার গাঙে সিনান করিয়া