পুব আকাশে সূর্য মামা যেই না দিলো হাসি
আলোর মাঝে নিজেকে দেখে, পরতে মন চায় ফাঁসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি আধার ভালোবাসি
লোক চোখে আমি এক মস্ত বড় দোষী।
আমি - অপদার্থ
তাইতো আমি হাজারবারেও হয়েছি ব্যর্থ।
একলা মনে বদ্ধ ঘরে আমি থাকতে চাই
আমার এই জীবন, কেন না ফুরায়?
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, আমি খুব ক্লান্ত
মিথ্যে হাসি দেখাতেই আমি অনেক ব্যস্ত।
আমি - নির্লজ্জ
তাইতো সবকিছু হাসিমুখে করছি সহ্য।
চাপ যুক্ত জীবনে আমার কত যে আনন্দ
নিজের মনের সাথে আমি, করছি শুধু দ্বন্দ্ব।
চাপ হীন জীবন হবে যে মূল্যহীন
হাসিমুখে চাপ সরাবো আমি প্রতিদিন।
আমি - শক্ত
আমার হাসি-র জোরেই চাপ হবে কাল ভক্ত।