লাখো শহিদ রক্ত দিয়ে নিশান করলো সবুজ
সেই নিশান আজ রক্ত লাল
কারা করলো রক্ত লাল? কারা ঝরালো রক্ত?
মনে রাখবো চিরকাল

আমার ভাই দিয়েছিল জান, বোন দিয়েছিল রক্ত
বাহান্নোর সব জেনেছি বইয়ে
তবে আজ স্বচক্ষে দেখে নিলাম হুবহু সে লীলা
আর কতো থাকবো সইয়ে?

সইতে সইতে হারায় ফেলছি, বাকস্বাধীনতা
আমার চোখে কাপড়
মুখে কাপড়, আর কানে গুজো তুলো
মুখ খুললেই কালসাপের কামড়

কালসাপের দংশনে আজ মায়ের কোল খালি
দেশের অধিকার ভঙ্গুর
এ আমি কি বলে ফেললাম!
আজ মৃত হবে আমার জীবনের অঙ্কুর।