রেজাল্টের টেনশন
মোঃ রিফাত হাসান
রেজাল্ট নিয়ে ভাবনা চিন্তা
কুরে কুরে খায়।
চিন্তা ভাবনা করতে হয় না
এমনিতেই হয়ে যায় ।
রেজাল্ট নিয়ে ভাবনা করে
ছাত্ররা মনে মনে।
কী হয় কী হয় এই হতাশায়
দুমড়ে মুচড়ে পড়ে।
হঠাৎ করেই আসলে রেজাল্ট
কেও হাসে কেউ কাঁদে।
এই হতাশায় মাঝেই আবার,
আন্টিরা ফন্দি আঁটে।
অন্য সময় খবর নেই না,
এই সময়েই ফোন
রেজাল্ট নিয়ে হতাশ যখন,
তখন বেটা ফোন দিয়ে কয়
কেমন আছে মন।