ওগো শুনছো
,, মোঃ রিফাত হাসান
জীবনের গতিপথ বদলে গেছে,
এখন আর হারাবার কিছু নেই
যা হারাবার তাতো হারিয়ে, ফেলেছি অনেক আগেই।
ওগো শুনছো,
-আজও তোমার পথ চেয়ে রই -
ভূল করেও কী কখোনো ফিরে আসা যাইনা -
হাজারও অভিমান,জমানো রাগ থাকনা,
তুমি নাহয় সেই আগের মতো করে আমায় বকে দিও।
ওগো শুনছো......
আজও তোমার জন্য রাতের পর রাত
দুচোখের পাতা এক করতে পারিনা,
শুধু মনে পড়ে, তোমার ছোট ছোট বায়না গুলো- মনে পড়ে তোমার মায়াবী চোখ দুটি,
জানো?...
আরো মনে পড়ে তোমার ঐ মিষ্টি মাখা হাসিটার কথা,
কথায় বলেনা মানুষ অভ্যাসের দাস,
তাইতো তোমার বানানো ছোট ছোট অভ্যাস গুলো আমাকে আজও তাড়া করে বেড়ায়,
আজ ওগো শুনছো,,,,,
-তোমার ছোট ছোট আবদার গুলো আমাকে,
আজও পিছু ডাকে ,কিন্তু, পিছন ফিরে তাকালেই তোমাকে আর খুঁজে পাইনা-
কুয়াশা জড়ানো শীতের সকালের মতো,
ঝাপসা হয়ে আসে সবকিছু।
আমাকে একা রেখেই তুমি পাড়ি জমাচ্ছো কি? দূর অজানায়-
শীতের দিনের অতিথি পাখির মতো
দূর অজানায় পাড়ি দিয়ে,
জানি,,,
তুমিও নীড় খুঁজে পাবে- কোন এক ভিনদেশে।
ওগো শুনছো -
হয়ত আমার এই ডাক তোমার অবধি আর পৌছাবে না-
কারন টা হয়ত তোমার কাছে নয় অজানা ,
তবুও তোমারি পথ চেয়ে রই ||~