"বিজয়কেতন"
-রিফাত হাসান
______________________
আমি সেই,
আমি বিজয় উল্লাস
যে দেখেছি পথে
পড়ে থাকা হাজারো লাশ।
আমি সেই,
বিদ্রোহী দাবানল।
যার রোষানলে পুড়ে ছারখার হবে,
অত্যাচারির দল।
আমি সেই,যে
মারি লাথি বুকে তার,
পিঠে আঘাত যে করবে।
সে কি জানে না অত্যাচারিরা,
খোদা তালার আবাবিল হয়ে ফিরবে!
অত্যাচারিরা পচে মরে তবু
মাথা নত তারা করে না।
মরন যখন চেয়ে নেয় তারা,
মৃত্যুকে আর ডরেনা
হ্যা আমি সেই,যে
৭১ এ বর্বরতা দেখিনি
২৪ এ দেখেছি যাহা।
আজো দু'চোখ দিয়ে রক্ত ঝরে,
ভুলতে পারিনি তাহা।
হ্যা আমি সেই,যে দেখেছি
বোনটি তাহার ভাই হারালো,
এতিম হলো ছেলে।
হাজার মায়ের আর্তনাদ আজ
সন্তান ফিরবে নাকো কোলে।
হ্যাঁ আমি সেই
যে রাজপথে নেমে হুংকার ছাড়ি,
সিংহাসন করি চুরমার।
করে আঘাত যে মোরে,
লাথি মারি তার বুকে আমি বারবার।
আমি সেই
জ্বলন্ত লাভার স্ফুলিঙ্গ জনতা
যে জ্বলে ওঠে সব ছারখার করে
ছিনিয়ে আনে স্বাধীনতা !
রচনা কাল: ১২ ফেব্রুয়ারি ২০২৫।