পুরুষ মানুষ মানুষ নয়
মেশিন কিংবা যন্ত্র,
আইন-কানুন এন্টি-পুরুষ
চলছে নারীতন্ত্র।
শিক্ষা-চাকরী সবখানেই
নারীর মূল্য বেশী,
রেজাল্ট-ভাইভা সর্বক্ষেত্রে
এগিয়ে রূপ আর হাসি।
যোগ্যতাটা যতই থাকুক
কাজ ছেলেটা পাচ্ছে না,
লুতুপুতুর প্রভাব অনেক
নারীর সাথে পারছে না।
বেকার পাত্রে কন্যা নয়
বেকার ছেলে চলবে না,
বাকার হলেও বেকার পাত্রী
অবিচার কেউ বলবে না।
বেকার পুরুষ মূল্যহীন
অমূল্য সে বেকার নারী,
আগা-গোড়া মুড়িয়ে সোনা
আনতে হবে চড়িয়ে গাড়ী।
বাকার নারী? ওরে বাবা!
তাকে ছোঁয়ার সাধ্য কার?
উঁচু মানের চাকর ছাড়া
ধরবে কে বা হাতটি তার?
ঘরে তুলেই ভাবছো নাকি
এবার বুঝি শেষ খেলা?
পান হতে চুন খসলে পরে
দেখিয়ে দেবে ষোলো কলা।
মামলা ঠুকে লাথিয়ে বুকে
দেখিয়ে দেবে হাজতখানা,
এ তো যেন দাওয়াত করে
খাল কেটে কুমীর আনা।
এই ধরাতে জন্ম নিয়ে
পুরুষ হয়েছে নন্দ ঘোষ,
দুধ-কলায় পুষেও নারী
শুনতে হচ্ছে ফোঁস ফোঁস।
উপায় তো নাই, উপায় খুঁজে
কোনো উপায় পাচ্ছি না,
মরার আগে পুরুষ মুক্তির
উপায় কোনো দেখছি না।।