পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
"পরীক্ষা" শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।
এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।
সেই পরীক্ষা আসে আবার
দু'দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।
শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।
কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।
এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।
একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!
শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।
ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?
ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।