সাতচল্লিশে দেশভাগের মহড়ায়
আমরা নাকি স্বাধীন!
নিজ লেখনি, নিজ মাতৃভাষা হারিয়ে
আবার নিজেতেই পরাধীন।
ওরা শাষক, ওরা চায় উর্দু।
বাংলা তো সবে চার কোটি,
স্বমহিমায়, কেড়ে নিতে চায়
পদ্মার গান, বঙ্গের মিঠে সুরটি।
যে ভাষায় নজরুল সুকান্ত মেতেছিল,
বিদ্যাসাগর বর্ণপরিচয় শেখাল,
কবিগুরু বিশ্ববাসীকে সেই ভাষার
অপরূপ সৌন্দর্য দেখাল।
আর ওরা নাকি মুছে দেবে
প্রতিটি বর্ণের ছাপ!
ওরা জানে না, বাংলার আবেগ
দেশপ্রেমের মাপ।
একশো চুয়াল্লিশ তোয়াক্কা করে
নেমেছে রাজপথে,
মায়ের ভাষার মান বাঁচাতে
প্রতিবাদ একসাথে।
রফিক, সালাম, বরকররা
দিয়েছিল বুক পেতে,
রক্তে লিখে শহীদ হল
বাংলাকে ফেরাতে।
একুশে ফেব্রুয়ারি অমর হল
কাঁদল বঙ্গবাসী।
স্বপ্নের এই মাতৃভাষা
তোমায় বড্ড ভালোবাসি।
কলমে কলমে বাংলার সৌন্দর্য
বেড়ে উঠবে আরও,
বাংলায় চাই, বাংলাকে চাই
বাংলায় গান ধরো।