কিছু গল্প অজান্তেই হারিয়ে যায়
ভিড় শহরের আঁধারে,
কেউ এসে খোঁজ নেয় না
কেন ক্যানভাসটা ফাঁকা পড়ে।
নিজের কষ্টগুলো একান্ত নিজের
ভাগ নিতে অনীহা সবার
আড়ালে গিয়ে অশ্রু ঝড়িও
তবু খুঁজোনা কাওকে আবার।
ব্যর্থ্যতা গুলো মেনে নিও
ঘুরে দাঁড়িও আবার
সাফল্য তোমার অতি নিকটে
যোগ্য জবাব দেওয়ার।
ভুলগুলো সব শুধরে নিয়ে
আবার লড়ায়ে চলো,
ইতিহাস সব ভুলে গিয়ে তুমি
নব ইতিহাস গড়ে তোলো।
এই শহের সমালোচকের ভিড়
নিন্দায় দেবে ভরিয়ে
তোমার পরিশ্রম তোমার অস্ত্র
সব বাধা যাবে পেরিয়ে।
ভেবে নিও, এটা হওয়ারই ছিল
কখনই থেমে যেওনা,
নিজের ওপর বিশ্বাস রেখো
শুধু হার মেনে নিওনা।