এক যে ছিল রাজকন্যে
ঘুম ভাঙাতো রোজ,
সকাল হলেই ডাকত আমায়
নিত প্রথম খোঁজ।
দিন শুরু হত গল্প কথায়
কত সাবধান বানী,
এটা কোরো, ওটা কোরোনা
সব কথা যেন মানি।
প্রতি প্রহরে প্রেমালাপ হত
ছিলনা বিচ্ছেদের ভয়,
ভালোবাসা দিয়ে মোড়ানো ছিল
কোনোকিছু মিথ্যা নয়।
সম্পর্কের বাঁধনে বাঁধতে চেয়েছিল
হয়েছিল অবুঝ প্রেমী
রাজকন্যে কুঁড়ে ঘরে আসবে
স্বপ্নেও ভাবিনি আমি।
সমাজ হয়ত মানতে পারেনি,
অসম প্রেমের সাজ,
আমার থেকে কেড়ে নিল তাকে
দেবদাস আমি আজ।
রাজকন্যে রাজরাণি হয়ে
পরম সুখেই আছে,
আমার থেকে দূরে গিয়ে
গেছে রাজপুত্রের কাছে।