প্রতিদিনের মতোই ভেঙেছে ঘুম
হয়নি কিছুর বদল,
শুধু অকারণে ভিড় করেছে
মন খারাপের দল।
জানিনা কেন মন খারাপ
তবু চোখে অশ্রুধারা,
নিজে নিজেকেই প্রশ্ন করি
কেন শূন্য এই মন পাড়া?
ওরা মৃদু হেসে বলে,
"যা হয়েছে, তা ভুলে যাও
হয়ত বা তা হবারই ছিল
মিছে কেন ব্যথা পাও!
সে যখন বুঝতে চাইনি
তোমার প্রেম উপপাদ্য
তবে কেন করছ মুখভার
লিখছ বিরহের পদ্য!"
আমিও কান্নার সুরে বলি,
"কি ভাব, এটা অভিনয়?
এযে গভীর আবেগের প্রকাশ
ভালোবাসা হারানোর ভয়।"
প্রতিটি কান্না ছত্রে ছত্রে
ডেকে বলতে চায়,
"ওগো প্রিয়া আজও ভালোবাসি,
চাইলে তো এখনও ফেরা যায়!"