দূর হতে চাহিয়া থাকি তোমার পানে,
কেমনে বুঝিবে তুমি কি আছে এ মনে।
লোহিত গোলাপ লইয়া ছুটিয়া যায়,
"ভালোবাসি", কভু কহিতেই পারি নাই।
যদি কথা না কও, দূরে চলিয়া যাও,
স্বল্প ভয় হয়, যদি প্রেম নাহি দাও।
তথাপি কাছে থাকি, ভালোবাসি গোপনে,
প্রতি ক্ষনে আঁকি প্রেমচিত্র কল্প মনে?
তোমার মৃদু হাসি, খুশি হইতে বেশি,
আলতো ঈশারাগুলো বড্ড ভালোবাসি।
দেখিলে ঐ কপালের ছোট্ট কালো টিপ,
সহসা জ্বলিয়া ওঠে নব প্রেমদীপ।
নিকটে যাইব, বক্ষে টানিয়া কহিব,
প্রিয়তমা, তুমি বীনা কেমনে রহিব।।