⛈🔥ঝড়🔥⛈


সন্ধ্যের আড্ডা শেষের দিকে
গল্পেরা সব ক্লান্ত,
ঘন মেঘে আকাশ ঢেকেছে
গাছের পাতারা শান্ত।
দমকা ঝড়ের পূর্বাভাষ
ফিরতে হবে বাড়ি,
ডাল ভেঙ্গে মাথায় পড়বে
একটু হলেই দেরি।
আচমকাই লোডশেডিং
চারিপাশ অন্ধকার,
গ্রামের পথে হেঁটে চলেছি
টর্চটা জ্বালা দরকার।

রাস্তার কুকুর ঝগড়ায় মেতেছে
নিরাপদ আশ্রয়ের খোঁজে
একটা কুকুর তেড়ে আসতেই
ছুটছি আমি নিজে।
এমন সময় ঝড় উঠল
বজ্রপাতকে ডেকে,
মেঘটা যেন তোলপাড় হল
বিদ্যুতের ঝিলিক এঁকে।
দূরের তালগাছটা জ্বলে উঠল,
চোখ ধাঁধানো আলোতে,
প্রাণ ভয়ে ভীত হয়ে
গিয়েছি আমতলাতে।

গাছের গুঁড়িতে আশ্রয় নিয়ে
মাথাখানি আগে লুকায়,
গাছপালা সব ভেঙ্গে পড়ছে
প্রাণ বুঝি যায় যায়।
আকাশ ভেঙ্গে মাথায় পড়বে
এমনই মেঘের গর্জন,
ঝঞ্ঝা বুঝি বেড়েই চলেছে
ভুলবনা তা আজীবন।
আম পড়ছে বৃষ্টির মতো
কুড়াবার অবকাশ নেই,
শান্ত হলেই ঝড়ের বেগ
ছুটব বাড়ির দিকেই।

পবনদেব রুষ্ট হয়েছে
অনেক অভিমানে,
বৃষ্টি এসে রাগ ভাঙাল
মিষ্টি প্রেমের টানে।
ঝড়টা যেন হারিয়ে গেল
রিম ঝিম ঝিম শব্দে,
মৃত্যু ভয়টা একটু কাটল
বৃষ্টি নামার আনন্দে।
কাকভেজা হয়ে বাড়ি ফিরেছি
অনেক বিভীষিকায়,
পণ করেছি, ঝড় উঠলে
বেরোবো না রাস্তায়।