শীতল কক্ষের শোলার আড়ালে থাকি,
সূর্যকে ভয় পেয়ে নিজের মৃত্যু আঁকি।
সইতে পারিনা খরতাপের আঘাত,
শীত শেষেই শুরু হয় যত সব ব্যাঘাত।
গ্রীষ্মের দুপুরে আমিই সবার প্রেমী,
প্রেমের ডাক শুনেই ধোঁকা খায় আমি।
অনেক রূপের ছটায় আমি সুন্দরি,
আমার শরীর চুষে খাবে, কি যে করি।
তোমার ঠোঁটের আলতো ছোঁয়াতে শেষ,
আমার হৃদয়ের আর্তনাদের রেশ।
বিন্দু বিন্দু জলে জমে থাকে অভিমান,
ভালোবাসি বলে নিজেকে দি বলিদান।
পরজন্মে আসব ফিরে তোমার কাছে,
বিশ্বাস গুলোকে ভেঙ্গনা, বোলোনা মিছে।