পুজো নয়, পরব নয়, নয় খ্রিষ্টান উৎসব,
এপ্রিল মাস এলেই পরে, শুরু হয় কলরব।
ভারত জুড়ে দামামা বাজে, সবাই জেগে ওঠে,
ধর্ম বর্ণ নির্বিশেষে সবার চোখ মাঠে।
আটটা দলের মানের লড়াই, হবেই হার জিত,
হাজার হাজার ট্রলের মাঝেও শক্ত হবে ভীত।
সমর্থকের মন ভাঙবে, বন্ধুর মাঝে বিবাদ,
যতই থাকুক মন কষকষি, সবাই নেয় স্বাদ।
সচিনের সর্ট মন মাতানো, তাইতো সবার গুরু,
সেওবাগ নাকি ছক্কা দিয়ে করবে খেলা শুরু।
মাথার ওপর উড়বে বল, শুধুই ছয়ের বন্যা,
গেল ঝড় উঠলে পরে বিপক্ষ দলের কান্না।
মাহী ভায়ের হেলিকপ্টার একবার যদি ওরে,
বোলার গুলোও ঘাবরে যায়, বল যখন করে।
যুবরাজে অনেক আশা, রায়নার রানে পাহাড়,
শর্মা মশায় চ্যাম্পিয়ন হয়ে, হারতে চায়না আর।
বিরাট কোহলি সেঞ্চুরি করবে, নারিন আজব সর্ট,
ভুবনেশ্বরএ জাদু দেখব, বুমরাতে হবে ডট।
ডিভিলিয়ার্স এর তিনশো ষাট, ধাওয়ানের বাউন্ডারি,
ম্যাক্সওয়েলের লম্বা ছয়, কব্জি তার ভারী।
কুলদিপে মুগ্ধ হলাম, গৌতম গম্ভীর এ ফ্যান,
ওয়ার্নারকে দেখতে পাবনা, তিনি হয়েছেন ব্যান।
আশ্বিনের শত উইকেট, আরও কত ঝলক,
কে জিতবে! কে জিতবে! পুঁতবে নতুন ফলক।