ক্ষণিকের কিছু তর্কবিতর্কে, শপথের ভাষাগুলো,
পরাজিত যোদ্ধার মতো মাথা নত করে দিলো।
খরকুটোর মতো উড়ে গেল আবেগের গভীরতা,
দমকা হাওয়া কেড়ে নিল মনের দূর্বলতা।
কদিন আগেও স্বপ্ন দেখেছি মিথ্যে ভালোবাসায়,
সেসব বুঝি ভুলে যাব, রয়েছি এই আশায়।
এমন আশা শুধুই প্রত্যাশা, বুঝেছি কয়েক রাতে,
কত প্রশ্নে ঘুম উড়েছে, প্রেমকে চিনে নিতে।
কোথায় হারালো গভীর রাতের সাজানো মিথ্যে গল্প,
অভিনয়গুলো বুঝিনি তখন, খুঁজিনি বিশ্বাসের বিকল্প।
তোমায় লেখা হাজার কবিতা আজ অর্থহীন,
মায়ার জালে বাঁধা পরেছি, হয়েছি খুশিবিহীন।
অশ্রু যেন দিয়েছে বিদায়, নয়নজোড়া ভার,
এক ফোঁটা অশ্রু কিনব বলে ঘুড়েছি কত দ্বার।
সহ্যসীমায় সবই থাকে, উর্দ্ধে ব্রেকআপ,
হৃদয় পিঞ্জারে ছুড়িঘাত করে, সবার আড়ালে চুপচাপ।
ব্রেকআপের পর জীবন রথের দিক হারিয়ে যায়,
একশো আশিকে আঁকড়ে ধরে ননবজন্ম হয়।
বিশ্বাসগুলোর মৃত্যু হয়েছে আবেগের অবসর,
পঞ্চাশের ওই খামের ভিতর স্বর্গ সুখের ঘর।
সব পেরিয়ে স্তব্ধ অাজ, বড্ড একলা আমি,
হাসি কান্না আবেগ উচ্ছাস কেড়েছেন অন্তর্যামী।
তবুও আছি অনেক ভাল, সব কিছুকে ভুলে,
সবই যেন ষড়যন্ত্র সময়ের তালে তালে।
ব্রেকআপ চক্র আপেক্ষিক, আসবে ফিরে ফিরে,
প্রথমবার বুঝিয়ে দিয়ে, খেলার শুরু করে।
ব্রেকআপে শিখলাম কিছু সয়েছি অনেক আঘাত,
এমন সময় আবার কেউ ধরল আমার হাত!