বসন্ত বিদায়ে ভরাক্রান্ত মন,
সব যেন হারিয়ে যাচ্ছে।
কত রঙ, প্রকৃতির অপরূপ সাজগুলো
ফ্যাকাশে হয়ে কষ্ট পাচ্ছে।
কোকিলেরা সব বাসায় ফিরে গেছে,
গাইবে না আর গান
বসন্ত আবার ফিরুক
প্রার্থনা করছে আপ্রাণ।
চাতকের তৃষ্ণার্থময় কাতর মিনতিতে
যেমন বর্ষা ফিরে ফিরে আসে,
নীল ফুলটায় প্রজাপতি বসবে বলে
বসন্তকে তেমনই ভালোবাসে।
মন খারাপের মেঘ সরে গিয়ে
বসন্ত আবার ফিরুক নিজের আমেজে,
প্রকৃতি দৃঢ় অপেক্ষায় অপেক্ষারত
সব কিছু ফিরে আসুক নব সাজে সেজে।