জানিনু কেমনে বিঁধিলে পাথর,
মোর বক্ষেরও কোনায়,
ভালোবাসা দিয়া পূরণ ছিল,
মম ক্ষুদ্র রিদয়।
বক্ষ মাঝারে যন্ত্রণা আসিল
ভাঙিল কোমল রিদয়,
হৃদয় ভাঙিয়া চলিয়া গেছো
আমারে দিয়া বিদায়।
আমার বুকের যন্ত্রণা তুমি
কেমনে বুঝিবে হায়,
পাষাণ বুঝি তোমার হৃদয়,
সেথা ভালোবাসা নাই।
আমি জ্বলছি প্রেমদাহের আগুনে
সাথী কেহ মোর নাই,
অন্য সাথীর কাছে গেছো তুমি
বাজিয়ে শঙ্খ সানায়।
প্রেমের মরম বোঝনি তুমি
ভালোবাসা করে কয়,
প্রেম ভালোবাসা দূরে সরিয়ে
ঘর বাঁধা কি যায়?
যতনে রাখা ভালোবাসা
আজও তোমার জন্য রয়,
তুমি আজ নেই, স্মৃতি আছে শুধু
আমার অতীত ময়।
জীবনে প্রেম একবারই আসে
তোমার জন্য আমি,
ব্যাথা দিয়ে মোরে চলে গেছো সেই,
ফিরিয়া দেখনি তুমি।
বুকে ব্যাথা নিয়া বেঁচে আছি আমি,
তুমি তো আছ সুখে,
বক্ষ চিঁরিয়া দেখিতে যদি
কত ভালবাসা আছে বুকে।
তোমার খেয়ালে ভাঙিয়াছে বুক
ছারখার মোর মন,
কিভাবে আর বাঁচিব আমি
ব্যাথা নিয়া সারা জীবন।
প্রেমের বিরহ যদি দেখা যাইত
পোড়া ক্ষতের ন্যায়,
বুকের জ্বালা কমত কিছুটা,
বিরহ হত ব্যয়।
বুকে ব্যাথা নিয়ে বাঁচিয়া আছি,
তুমি তো আছ সুখে,
বক্ষ চিঁরে দেখতে যদি
কত ভালবাসা আছে বুকে।
প্রেম ভালোবাসার যন্ত্রণা বুঝি,
জীবনের চরম পর্ব,
হারানো প্রেম যতই যন্ত্রণার
তবুও যেন স্বর্গ।