তুমিও যদি পাঠক হও
লিখব দিবারাত্রী,
লেখনী জুড়ে খুঁজব তোমায়
হব ছন্দ পথের যাত্রী।
তোমায় লিখব, তোমাকে লিখব
যদি তুমি পড়,
তোমায় নিয়ে প্রেমও লিখব,
একটু সবুর কর।
অচেনা তুমি, অজানা তুমি
বৈশাখী ঝড়ের মতো,
আচমকাই এসেছ তুমি
কি বা লিখব বলোতো।
তোমার চোখের ভাষা পড়িনি
বুঝিনি প্রেমের গভীরতা
তুমি যখন এসেছ কাছে
ভেঙেছে মনের নীরবতা।
জানব তোমার অতীত গল্প
পুরোনো দিনের কথা,
বন্ধু বলে ডেকেছ যখন
ভাগ নেব সব ব্যথা।
দিন গুনেছি, স্বপ্ন দেখেছি
আসবে কেউ কাছে,
তুমিই বুঝি স্বপ্ন পরি
তোমাতে প্রেম আছে।
এসেছ যখন জাগিয়ে দিও
সুপ্ত বীজে অঙ্কুর,
ভালোবাসা দিয়ে সাজিয়ে নিও
যেওনা আর দূর।