অভিমানের প্রতি অভিমান করে
প্রশ্ন করেছে বিবেক,
অনুভূতি নিয়ে রসিকতা কর
কেমন তোমার আবেগ?
শত ব্যস্ততার প্রতিটা ক্ষণেও
শুধু যে তোমায় ভাবে,
গুছিয়ে রাখা অবহেলাগুলো
সেই কি তবে পাবে?
তুমিও আমায় অনেক চেয়েছ
করতে চেয়েছ নিজের,
কারন ছাড়াও রোপন করেছ
বীষাক্ত তাচ্ছিল্য বীজের।
অবহেলা গুলো বজ্রপাত হয়ে
আমার বুকে পড়ে,
যন্ত্রণা গুলো বাড়িয়ে দিলে
বাঁচব কেমন করে!
একটা মন আমারও আছে
রোজ রোজ খারাপ হয়,
কেন তুমি অভিমান বোঝো না
এ যে ছলনা নয়।
অতি অল্প এড়িয়ে গেলেও
মনকে বোঝাতে পারি না,
কেন এখন বদলে গিয়েছ
এমন তো তুমি ছিলে না?