একটি নতুন দেশ
যার নাম দিয়েছি সবাই মিলে সোনার বাংলাদেশ।
শত অশ্রু গড়িয়ে কত রক্ত ঝরিয়ে
পেয়েছি আমরা এ মাটি,
সে মাটির মূল্য যেন সমতুল্য নিখুঁত সোনার মাটি।
লড়াই-সংগ্রাম শেষে
মুক্ত স্বাধীন বেশে,
দাড়িয়েছি বিশ্বের সামনে,
আজ মোরা মুক্ত
নই অবরুদ্ধ,
আমরাই শ্রেষ্ঠ বীর জাতি।
লক্ষ প্রাণের বিনিময়ে পেয়েছি এ দেশটাকে
আবারও নতুন কোনো ভোরে সাজাব আমরা তাকে।
সাজিয়ে দেব ফুলে ফুলে হবে নতুন বাগান,
কর্মপ্রত্যয়ে নতুন উদ্ভবে বাড়াব দেশের সম্মান।
স্বাধীনতা আজ তোমার জন্যে মুক্ত স্বাধীনবেশে,
খোলামেলা কথা বলি
রাজপথে হেটে চলি
সকলে মিলেমিশে।