নির্বাচনে মনোনয়ন পাওনি বলে কী মোরা ভুলে গেছি তোমায়
নাকি মোরা মুছে ফেলেছি তোমায়
হৃদয়ের মণিকোঠা থেকে ।
নাকি মোরা ভুলেগেছি
তোমার সেই কর্মনিষ্ঠ দিনগুলোকে।
না মোরা ভুলিনি,
মোরা ভুলিনি তোমার সেই কর্ম।
বরং তোমায় বলছি এই যে,
জীবনে ওঠা-নামা মানুষের এক ধর্ম।
বিপদকে জয় করতেই তো মানুষের জন্ম।
মোরা দেখি মোদের ভবিষ্যৎ তোমার নয়নে,
তুমি আছো আমাদের সকলের হৃদয়ে।
মোরা চাই তোমায় সব সময় মোদের পাশে-পাশে,
জন্ম-মৃত্যু বার্ষিকি,আর সব অনুষ্ঠানে মোদের কাছে-কাছে।