মনুষত্ব্যের আজ বড়ই অভাব
মানব জাতির মাঝে।
সৎ পথে চলার ,
সত্য কথা বলার,
সু শিক্ষা দেবার
মানুষের বড় অভাব।
মানুষের মাঝে আজ স্নেহ,, মায়া, মমতা, ভালবাসার অভাব।
ন্যায়নীতি ও সহজ সরলতার অভাব।
সঠিক জ্ঞানের, সু পরার্মশ দানের আজ বড়ই অভাব।
যোগ্য রাজনীতিবিদের অভাব,
দেশে সুনাগরিকের অভাব।
অভাব আজ বিষমুক্ত ফলের
অভাব আজ ফরমালিন মুক্ত মাছের।
অভাব আজ ভেজাল মুক্ত দুধের,
অভাব আজ টক্সিন মুক্ত মাংসের।
অভাব আজ ভাল ডাক্তারের।
অভাব আজ আদর্শ শিক্ষকের
অভাব আজ ভাল ছাত্রের।
অভাব আজ ভাল ইমামের।
অভাব আজ ভাল শ্রোতার।
চাকুরীর আজ বড়ই অভাব
খেটে খাওয়া মানুষের খাদ্যের অভাব।
দিন মুজুরের কাজের অভাব
ধনীদের আরো ধনের অভাব
সুদ ঘুষ মুক্ত মানুষের অভাব ।
ভেজাল মুক্ত ব্যাবসায়ীর অভাব।
অভাব যে আজ দূর্নীতি মুক্ত চাকুরিজীবীর।
শেষ নেই অভাবের।
সর্বত্রই শুধু হা-হা-কার
অভাব- অভাব - অভাব।