আমরা বোকা খাচ্ছি ধোঁকা ওরে মুসলিম ভাই,
এই দুনিয়ার মোহে পড়ে ঘুরছি যে সবাই।
ধন, সম্পত্তি অর্থের লোভে পড়ে,
চষে বেড়াই ভুবন জুড়ে।
মিথ্যা মায়ার বেড়া জালে,
জড়িয়ে যে যাই নানান ছলে।
কেউবা করে বাড়ি, গাড়ি
কেউবা করে অর্থ, নারী।
কেউবা আবার নেশার রাজ্যে,
মদ, গাঁজা,ইয়াবা খাচ্ছে।
ক্ষমতা লোভে,দম্ভ করে,
মানুষ মারে নির্বিচারে।
ধোঁকার জালে
বোকার দলে
সারি সারি ঢুকে পরে।
হাকিম সাহেব বিচার করে
তাদের আবার চড়ায় শূলে।
চোর এসে চুরি করে,
ডাকাত এসে মানুষ মারে,
ঘুষখুর তার পকেট ভরে,
কালো অর্থের পাহাড় গড়ে,
তারাই আবার সাধু সেজে,
নিজের হাতে সমাজ গড়ে।
একবার ভাবুন
সেই সমাজের মূল্যবোধটা
কেমন আর হতে পারে।
সঠিক পথে চলতে যদি চাও,
ইসলাম ধর্ম বেছে নাও,
আল্লাহ্র বাণী নবীর হাদিস
অন্তরেতে ঢুকিয়ে নাও।
ধোঁকা হতে মুক্তি পাবে,
আখিরাতে শান্তি পাবে,
শান্তিতে থাকবে তুমি
জান্নাতে।