জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনায়
আমি আছি নিভৃর জড়িয়ে।
মনের গহিনে ভাসছে সোনার হরিণ
সে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র ছবি।
আমি হাঁটছি মেঠো পথে,
পথিমধ্যে অশ্রুকণে ভাসছে
যেন আমি আছি ঐ নীল নদেরক্ষনে
একূল অকূল হীন নদে র মধ্য ক্ষণে
তীব্র বাতাসে ভাসছে আমার দাঁড়িয়ে থাকা পাতা
প্রতিটি বাতাসে ধুর মূর করছে মনের গহীন
কখন যেন হারিয়ে যাই ঢেউয়ের মাঝে।
আমি পরশ হীন এক ধূলিকণা
নেই কোনো গন্তব্য
নেই স্থিতিশীলতা,
এক ঝাঁক বাতাসের আ ভিতে
আমি যাই হারিয়ে কোন এক প্রান্তে,
অনাকাঙ্ক্ষিত ঘটনা ই আমি।।