বিশ্বাসের সুতোয় বেধে ছিলাম আমি
এক উড়ন্ত পাখির মন,
তার জমকালো রঙ্গে চোখ ঝাপসা করে
জীবনের দামে কিনেছি মরন।
সে তো এক খাঁচায় বাধা থাকে না
উড়ন্ত হাওয়ার মত ছুটে বেড়ানো তার স্বভাব,
মন উষ্ণ বৃষ্টির আড়ালে
বিদ্যুৎ মিশ্রিত বজ্রপাত নিয়ে তার আগমন,
রঙ্গিন বসন্তের মত কিছু সময়ের জন্য
ছুঁয়ে দেয়া তার প্রলোভন।
হাজারো ছলনা আর মিথ্যের ফুলে
সে নিত্যদিনের করে আয়োজন,
সে যে এক সুতোয় বেধে নেয় সৃষ্টির ত্রীভূবন।
ভালোবাসার সুতোয় বেধেছিলাম আমি
এক আগনুস্ত গোলাপের মন,
তার সোনালি আগুনের স্পর্শে
বীনা রক্তপাতে কেড়ে নিল জীবন।