রেল লাইনের সেই পাগলিটা ও আজ বুঝে গেছে,
মা হওয়ার যন্ত্রনা কত!
নিস্তেজ দেহ টাই করেছে আঘাত
লোভী হায়েনার দল শত শত।

দিনের মানুষরূপি পশুর দল গুলো
রাতের আঁধারে যেন হিংস্র বাঘ।
লালসার যত বিষ দিয়েছে ঢেলে
একটি দেহে হাজার জানোয়ারের দাগ।

শত নরপিশাচ লালসার বীজ
একটি দেহ শুধু করছে বহন।
এক মাস দুই মাস দশ মাস পর
পাগলিটা হলো পূর্ণ মাতৃ দ...

কুকরে কুকরে কান্নার আহাজারি
প্রসব বেদনায় হয়েছে নীল।
নেয়নি কেউ তার কষ্টের খোঁজ
দিয়েছে লাথি পেরেগ আঘাতের ঢিল।

যেই জন রাতের বেলায় করেছে ভোগ
দিনের আলোয় সেও নষ্টা বলে,
কত যে রাত কেটেছে ব্যথায়
ভোগনীয় পাগলীটার চোখের জলে।

প্রসব বেদনা কত যে কঠিন
অবুঝ পাগলীটাকে ও দেই নি ছাড়।
কত যন্ত্রণায় কাতরিয়ে করিল প্রসব
একটি ডাকে ই যেন কাটিল আধার।
অবশেষে
ভদ্র মুখোশদারী সমাজের লোক গুলো
নষ্টা পরিচয় দিল তার.।।
এই হল আজকের সমাজ।