আজ বৃষ্টির মাঝে তোমায় খুঁজেছিলাম
তাইতো অভিরাম বৃষ্টিতে নিজেকে অঝড় ভিজিয়ে নিলাম।
তোমাকে নিয়ে অভিমানের পাতাগুলো,
আজ র্নিবাস হয়ে গেল।

অজস্র দ্বার ক্ষুদ্র ক্ষুদ্র কণা
দেহ থেকে গড়িয়ে মাটিতে পড়ল,
মনে হয় পবিত্রতা আমি।
অক্লান্ত-অসীম
অঝড় একান্ত পবিত্রতার মাঝে
তোমায় খুঁজছি।

ভয় পেও না আমি আছি তোমারই পাশাপাশি
খুব কাছে।
সহস্র আবেগী মন
এই বৃষ্টির মাঝে তোমায় ছাড়া নিজেকে বিবর্ণ লাগছে
তোমার এক পরশ চাওয়া, চোখের মুগ্ধতা,
আমায় খোঁজে।

আমার ভাবনা, আমার হৃদয়
মনে হয় তুমি খুঁজছো আমায়
বৃষ্টির অজস্র পলকে,
টিপ টিপ বৃষ্টিতে।

খুঁজি ফিরি,
শুধুই তোমায় খুজি
এই অভিরাম দ্বারা বৃষ্টিতে।