রূপকথার রাজ্যের রাজপুত্র আমি,
আমার চরিত্র ই আমি নিজেই সেরা
তুমি সেখানে দুধে ভাতে পানি।
কল্পনায় শুধুই আমি একজন মহানায়ক,
মহাবীর সমান সংখ্যক একজন আমি
মহা প্রলয় ঘটবে আজ দেখবে তুমি নিজেই।
আজ নেই কোনো মহাপ্রলয়
সবই করেছি জয়,
তাইতো আজ দেখতে চাই
চশমার মধ্যে থেকে
তোমার বসবাস।
বেলি ফুল আর শিউলি কলি
সু ভাসে তার বস বাস,
তুমি চাইলে হতে পারো আমার সঙ্গ বাস।
রজনীগন্ধা একটি কলি
আমি হতে চাই..
সেই কলির একটু ভাসুক তোমায় দিতে চাই।
আমি তুমি হারাবো আজ
গন্ধ রাজ্যের অন্ধ ভূমিতে
সেখানেই নেই কারো পথ চলা
আমার পথ চলা তোমার জন্য রাখতে চাই।।।।।।