জীবনের কিছু গ্লানি পথ নিয়ে এসেছি
সন্ধিহানীন ধোয়ায় ঘেরা ঢাকার মরু ভূমিতে
স্বপ্ন ঘেরা রঙ্গিন ছবি আঁকতে।
কিন্তু এ কি হল!
হয়েছি কি?
পড়েছি এক মহা বিপদে।
আল্লাহ এক আদেশে পেয়েছি এক অনুদান
নাম দিয়েছে তার করোনা
হায়রে কপাল নিজের সাথে না লড়ে
যুদ্ধ করছি করোনা র সাথে..।
হাতে পড়েছি হ্যান্ডকাফ
মাথায় পড়েছি ঝুটি
মুখে পড়েছি মাস্ক
ও আল্লাহ এ কি হল আমার.।
সব কিছু মাঝে থেকে যেন রয়েছি আমি অজানা
কেন যে সবকিছু থেকেও আছি একলা
পৃথিবী নামক সমতল ভূমিতে যেন
শুরু হয়েছে কেয়ামত!
তাই আপন হয়েও আজ সবাই পর।
চিনে ও না চিনে ছুটছে মেঠো পথে
নিজেকে বাঁচাতে আজ সবাই উদ্বিগ
তাহলে এতদিন ছিলাম কোথায়?