ছুটছি আমি মেঠোপথে,
বৃষ্টি ছুটছে আমার পিছে,
বৃষ্টি আমি তফাৎ দূরে,
তবুও এলোমেলো হাটছি
ঐ অজানা পথে,
মহাকাশ আজ বড্ড খেপেছে,
গভেষক খুবই বেশ চিন্তিত।
কী হল মহাকালের ?
গভেষক কিছু তথ্য খুজে পেল,
মহাকালের ভূপূষ্ঠে পাথর জমেছে।
মন জমিনে কিছু বিষ্মকর তথ্য ছোয়া দিচ্ছে,
শিলাকণা বৃষ্টি।
শেষের পথে আলোর খোজে
বিকেল হল মেঘলা আকাশে।
মধ্যকাশ থেকে নেমে আসল এক ঝাক বৃষ্টি।
আমি বাহু দুটি বাড়িয়ে,
মধ্যকাশের দিকে তাকিয়ে গ্রহন করছি।
তাহার রাগামাখা টিপটিপ বৃষ্টি।
আল্লাহ তুমি বড়ই মহান
বৃষ্টির মাঝে খুজে পেলাম আমারই প্রাণ।
ওরে আমার দিল দড়িয়া,
এ স্বাদ বোঝানো যাবে না।
এ স্বাদের ভাগ দেওয়া যাবে না।
ধন্যবাদ তোমায়,
ধন্যবাদ জানাই তোমায় “ওগো মহাকাশ’’।