ডাক পড়েছে শূন্য ঘরের অন্ধকার অতলে,
সব ছাড়িয়া যেতে হবে নয়ন ভাসছে জলে।
অবহেলায় ছুড়ল আমায় অন্য এক ভুবনে,
আর কতদিন কাঁদব আমি গোপনে গোপনে।
দুঃখ নাওয়ের মাঝি আমি বৈঠা স্মৃতির আঘাত,
সেই নায়েরি যাত্রী আমি চলছি যে দিন রাত।
সময় যে আজ ফুরিয়ে যাচ্ছে মানছে না আর বাধা,
নীল রাণীর ও শাড়ীর রং হয়ে গেল সাদা।
হাসছি আমি চাঁদের সাথে,
কষ্টের বুজি মুক্তি পেলাম এই জীবনে মত,
যাওয়ার সময় কাঁদছ কেন,
অশ্রু জড়া পুঁজি দিয়ে, বাড়িয়ে দিবে কি ক্ষত?