ইচ্ছে বেধে দিয়েছি যাব দূর আকাশে তোমায় ছেড়ে!
ভালোবাসা হীন যন্ত্রণা বুকে নিয়ে,
একলা আকাশ নিচে,
হারিয়ে যেতে চাই,
হারাবার মত করে।
যেতে যদি হয় যাব ঐ নীল নদীর তীরে,
ও আমার জীবন সঙ্গী মহে।
আসবো ফিরে তুমি না ডাকিলে ও দুঃখ ভরা শুষ্ক ফুলের পুষ্প হতে,
ও আমার ছন্দ ঘেরা জীবন পাটণ!
জানো কি তুমি।?
দুঃখ আমার চির সাথী,
সুখ আমার অতিথি।
এসেছি দুঃখের স্মৃতি মুছে দিতে,
প্রজা বিহীন রাজ্য হতে।
আমি যে এক দুঃখের ছায়াপথ
ছায়া যে আমার অন্তিম মেলা
যাবো নিয়ে উড়ন্ত দেশে
হাওয়ার সাথে মিশিয়ে দিতে,
ও আমার জীবন সঙ্গী মহে।।
সুখ যদি হয় তোমার সঙ্গী বেলা অবেলায় থাকবো একটু দূরে,
আসবো না ফিরে,
তোমার সুখের একটু ভাগ নিতে,
যতই বল মোরে......
জানিয়ে রাখি তু হারে......
আসবো ফিরে অন্ধকার আচ্ছন্ন ঘেরা রাতে,
দুঃখ তোমায় ছুঁয়েছি কি ?
তাহা একবার দেখিতে।
হাত ছোঁয়ার নাহি প্রয়োজন!
ক্ষণিকের জন্য তোমার সঙ্গী হয়েছি
যাবো আবার হারিয়ে
নীল নদে র মাঝে...
একলা পথিক হয়ে...
ও আমার জীবন সঙ্গী মহে...!!