নয়ন তারা একটি ফুল খুঁজছে
ফুলটি যে বড্ড তার মতই হতে হবে।
যেন ফুলটি তার জন্যই জন্ম।
আনমনে বসে আছে সোশ্যাল ম্যাপে
কিছু খুজা খুঁজি আর একটু লাইক কমেন্ট,
হঠাৎ যেন একটি ভাসমান ফুল
নয়ন তারার নয়ন কেড়ে নিল।
বুক ধুক ড়ে খাচ্ছে,
চির চির ব্যথায় করছে বা-পাশের পাঁজর।
পাঁজর বাঁচাতে নিজেকে ফুলে হারাতে
তাকে ভালো বে সেই ফেলল।
কিছুদিন অতি ক্রমে যেন বড্ড পরিপক্ব তার জন্য
না সে আর হারাতে চাচ্ছে না,
সে তার আলিঙ্গনের অপেক্ষায়,
দেখা হলো দুই-নয়নে কথা হলো,
এ কথা যেন শেষ হওয়ার নয়,
দু-নয়ন বলেই ফেলল
মনের অজান্তে
চল যাই হারিয়ে..।
তোমার ও মনের গহীনে।।।।