জানার আছে আকাশের কাছে
তার আয়তন কত-

যতই বড় হোক না
ভালোবাসায় নত-

সেই ভালবাসা তোমাতে পেলাম
জীবন সাধনায় পূর্ণ হলাম।(২)

এই নিখিলে চোখ বুজিলে
সাদা মেঘের মত,
যতই গলেই যাব সঙ্গে তোমায় নিয়ে
উড়বো অবিরত;
তোমার নামেতে জীবন সপে দিলাম।

সেই ভালবাসা তোমাতে পেলাম
জীবন সাধনায় পূর্ণ হলাম।(২)

এই জীবনে খোদার দানে
তুমি আলেয়ার আলো,
আলো হয়ে জ্বলবেই আধার কাটবেই
আমায় বাসবে ভাল;
তোমার আলোতে জীবন খুজে পেলাম।

সেই ভালবাসা তোমাতে পেলাম
জীবন সাধনায় পূর্ণ হলাম।(২)

(বিঃ দ্রঃ ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া গানটির স্বত্ব গীতিকার কর্তৃক সংরক্ষিত। গীতিকারের অনুমতি ছাড়া পুনঃ প্রকাশ করা আইনত দন্ডনীয় অপরাধ)